সিংধা ইউনিয়নের নিমিত অনেক মাজারের মধ্যে এই মাজারটি কারুকায আকষনীয়। প্রতি বছর ওরশ হয় এতে বিভিন্ন গ্রাম,বিভিন্ন উপজেলা ও বিভিন্ন জেলা খেকে লোক জন আসে এই মাজাটিটে ।তখন মাজারটিটে লোকজন বরে যায়।
মার্জারটি নেত্রকোণা মোহনগঞ্জ সড়ক ও অতিথপুর রেল স্টেশন থেকে ৩ কিলোমিটার উত্তরে অবস্থিত।নেত্রকোণা মোহনগঞ্জ সড়কের এর অতিথপুর বেলী ব্রীজ সংলগ্ন একটি রাস্তা হুজরারাড়ীমাজারে পৌঁচেছে এবং বারহাট্টা থেকে চন্দ্রপুর হয়ে আলোকদিয়া ব্রীজ পর্যন্ত অপর একটি রাস্তা মাজার হতে ২ কিলোমিটার উত্তরে অবস্থিত।উল্লেখিত রাস্তার দুটির মাধ্যমে মাইক্রোবাস, বাইসাইকেল বা মোটরসাইকেল এবং পায়ে হেঁটে যাওয়ার সুব্যবস্থা রয়েছে
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস