সিংধা ইউনিয়নের নিমিত অনেক মসজিদের মধ্যে এই মসজিদের কারুকায আকষনীয়। মসজিদের আসে পাশের দুই তিনটি গ্রামের মসুল্লিরা আসেন নামাজ আদায় করার জন্য। নামাজের প্রতিটি ওয়াক্তেই মুসল্লিদের উপস্থিতিতেই মসজিদটি ভরে উঠে। এই মসজিদে প্রতিদিন সকালে কোমল মতি শিশুদের কুরআন শিক্ষা দেওয়া হয়।
আলোকদিয়া জামে মসজিদ এসির ব্যবস্তা আছে। কারেন না থাকলে জেনারটর এর ব্যবস্তা আছে।মসজিদের ভিতরে ও নেত্রকোণাবারহাট্টাসড়কও ভারাদা টাইজ এর কাজ করা ।মোট ফেনের সংখ্যা ৪০ টি।মোহনগঞ্জ রেলস্টেশন থেকে ২কিলোমিটার পশ্চিমে অবস্থিত।নেত্রকোণা বারহাট্টা সড়কের এর গেনিয়া বাজার দিয়ে একটি রাস্তা দিয়ে আলোকদিয়া জামে মসজিরদ পৌঁচছে যাবে এবংবারহাট্টা থেকে মোহনগঞ্জ হয়ে আলোকদিয়া ব্রীজ হতে ২কিলোমিটার পশ্চিমে অবস্থিত।উল্লেখিত রাস্তার দুটির মাধ্যমে মাইক্রোবাস, বাইসাইকেল বামোটরসাইকেল এবংপায়ে হেঁটেযা ওয়ার সুব্যবস্থারয়েছে
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস